Narendra Modi | মতুয়াদের নাগরিকত্ব নিয়ে টুঁ শব্দটি নয়! তাহেরপুরে সভায় নীরব প্রধানমন্ত্রী
Saturday, December 20 2025, 4:19 pm
Key HighlightsSIR আবহে মোদী নাগরিকত্ব নিয়ে বিশেষ কিছু না বলায় হতাশা তৈরি হয়েছিল মতুয়া সমাজে।
তাহেরপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে উচ্চবাচ্য করলেন না প্রধানমন্ত্রী। সেই ক্ষতে প্রলেপ লাগাতে শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখলেন, ‘আমি প্রত্যেকটি মতুয়া ও নম:শূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাঁদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। তাঁরা আমাদের সরকারের প্রণয়ন করা CAA এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া ও নম:শূদ্র সমাজের জন্যে আমরা আরও বেশি করে কাজ করব।’
- Related topics -
- রাজ্য
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- নদীয়া
- মতুয়া
- পশ্চিমবঙ্গ

