Modi-Trump | বৃহস্পতিতে মোদী-ট্রাম্প ফোনালাপ! বাণিজ্য চুক্তির সমাধানসূত্র মিলবে কি?
Thursday, December 11 2025, 4:10 pm
Key Highlightsবৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ ট্যারিফ চাপাতেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে। থমকে গিয়েছে বাণিজ্য আলোচনা। পুতিনের ভারত সফরের পর টনক নড়েছে ট্রাম্পের। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দল পাঠিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। X পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত আন্তরিক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে কথা বলার পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি আমরা।’

