PM Modi | ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী, রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হলো দীর্ঘ আলোচনা
Saturday, September 6 2025, 4:14 pm

শনিবার এই ফোনালাপে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বিশ্ব কূটনীতি তথা রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার।
শনিবার ফের ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখলেন, ‘প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এবং ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব কূটনীতি তথা রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও দীর্ঘ আলোচনা করেছেন তাঁরা। উল্লেখ্য, গত ২১ আগস্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদি।
- Related topics -
- দেশ
- ভারত
- ফ্রান্স
- ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ
- নরেন্দ্র মোদি