Modi at Adampur Air Base | পঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে PM মোদি, অভিনন্দন জানালেন জওয়ানদের!

মঙ্গলবার সকালেই পঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে সরাসরি জওয়ানদের অভিনন্দন জানালেন মোদি।
পহেলগাঁও হামলার জবাব 'অপারেশন সিঁদুর' সাফল্য পেয়েছে। পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাশাপাশি এই মিশনের ফলে এখনও পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা। এই সাফল্যের জন্য সোমবার জাতির উদ্দেশে ভাষণেই ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মঙ্গলবার সকালেই পঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে সরাসরি জওয়ানদের অভিনন্দন জানালেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন জওয়ানরাও।