100 Rupee Coin | ১০০ টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী! মুদ্রায় স্থান পেল ভারত মাতা!
Thursday, October 2 2025, 10:00 am
Key Highlightsরাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ স্মারক কয়েন ও ডাকটিকিটের।
১০০ টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ স্মারক কয়েন ও ডাকটিকিটের। দেশের গঠনে আরএসএসের অবদান তুলে ধরা হয়েছে এই ডাকটিকিট ও কয়েনের মাধ্যমে। পাশাপাশি এই প্রথম ভারতীয় মুদ্রায় স্থান পেয়েছে ভারত মাতা। ১০০ টাকার কয়েনে একদিকে রয়েছে জাতীয় স্তম্ভ, অন্যদিকে রয়েছে বরদ মুদ্রায় ভারতমাতা, যিনি সিংহে অধিষ্ঠিত, আর ভারতমাতার সামনে মাথা নত করে প্রণাম করছেন স্বয়ংসেবকরা।

