রাজ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আবারো আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Sunday, January 31 2021, 1:12 pm

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ৭ তারিখ হলদিয়ায় আসছেন তিনি। রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের একটি অনুষ্ঠান রয়েছে ৭ তারিখ হলদিয়াতে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল মোদীকে (Narendra Modi)। আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা গিয়েছে, মূলত এটাই কর্মসূচি। পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, "উজ্জ্বলা যোজনার আওতায় যাতে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করা সম্ভব হয় তার জন্য ১১০০ কোটি টাকা খরচ করে এলপিজি টার্মিনাল বানানো হয়েছে হলদিয়ায়। সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি