R G Kar | জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক? 'তথ্য কীভাবে কুণালের কাছে?', কুণাল ঘোষের প্রকাশিত ভাইরাল অডিও নিয়ে রাজনৈতিক চাপানউতোর
Friday, September 13 2024, 1:53 pm
Key Highlightsস্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালানোর ছক? এক অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের।
স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালানোর ছক? এক অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। সেখানকার কথোপকথনের কথা উল্লেখ করে কুণাল ঘোষের দাবি, ‘মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে বাইরের ছেলেদের এনে হামলা করার পরিকল্পনা করা হয়েছিল।’এই প্রসঙ্গে বামনেতা সুজন চক্রবর্তী বলেন,'অডিয়ো ও ভিডিয়ো ভাইরাল করার চেষ্টা করছে তৃণমূল। লালবাজার বা নবান্ন নয়, কেন কুণাল অডিয়ো প্রকাশ করছে?' বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘কুণাল গলা চিনছেন কী করে?’

