Chennai | ডাক্তারকে এলোপাথাড়ি ছুরি! অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক চিকিৎসকদের
Wednesday, November 13 2024, 9:38 am
Key Highlightsবুধবার চেন্নাইয়ের কলাইগনার সেন্টেনারি সরকারি হাসপাতালে এক চিকিৎসককে এলোপাথাড়ি ছুরি মেরে গুরুতর জখম করার অভিযোগ ওঠে ক্যান্সার আক্রান্ত মহিলার ছেলের বিরুদ্ধে।
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক চিকিৎসকদের! বুধবার চেন্নাইয়ের কলাইগনার সেন্টেনারি সরকারি হাসপাতালে এক চিকিৎসককে এলোপাথাড়ি ছুরি মেরে গুরুতর জখম করার অভিযোগ ওঠে ক্যান্সার আক্রান্ত মহিলার ছেলের বিরুদ্ধে। ধগুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন বালাজি জগন্নাথন নামে ওই চিকিৎসক। জানা গিয়েছে, তাঁর গলায়, কান, পিঠ, পেট, কপালে সাতবার ছুরি চালানো হয়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। মহিলার ছেলের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর মায়ের জটিলতা বাড়ছিল। এই ঘটনার প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন তামিলনাড়ুর চিকিৎসকরা।

