R G Kar | খেলেছে ক্যারম, ঘুরে বেরিয়েছে সংশোধনাগার! সাজা পাওয়ার আগের রাত কেমন গেলো সঞ্জয়ের?
Monday, January 20 2025, 6:37 am
Key Highlights
রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে নাকি ক্যারম খেলে সঞ্জয়। সংশোধনাগারের ভিতরে নিজের মতো ঘুরে বেড়িয়েছে সে।
আজ শিয়ালদহ আদালতে আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের সাজা ঘোষণা। গত ১৮ জানুয়ারি শিয়ালদা আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। আজ শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে ১২টায়। সেই সময়ই তিনি সাজা ঘোষণা করবেন সঞ্জয়ের বিরুদ্ধে। সাজা পাওয়ার আগের রাত কেমন গেল সঞ্জয়ের? জানা গিয়েছে, রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে নাকি ক্যারম খেলে সঞ্জয়। সংশোধনাগারের ভিতরে নিজের মতো ঘুরে বেড়িয়েছে সে। সূত্রের খবর, ১৮ জানুয়ারির রায়ের পর সেই রাতে কিছু খায়নি সঞ্জয়। তবে গতকাল সে ডিনার করেছে।