পরিবহন

দীপাবলির আগেই উৎসবের মরসুমে বৃদ্ধি পেল প্লার্টফর্ম টিকিটের দাম, ১০ টাকার টিকিট হয়ে গেল ৫০ টাকা

দীপাবলির আগেই উৎসবের মরসুমে বৃদ্ধি পেল প্লার্টফর্ম টিকিটের দাম, ১০ টাকার টিকিট হয়ে গেল ৫০ টাকা
Key Highlights

আজ ধনতেরাস। কালীপুজোর আগেই মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে। অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেল প্লার্টফর্ম টিকিটের মূল্য।

আর অপেক্ষার মাত্র একদিন তারপরই কালীপুজো এবং দিওয়ালীর আনন্দে মেতে উঠবে সকলে। অন্ধকারকে দূরে সরিয়ে গোটা দেশ আলোকিত হবে। কিন্ত এই উৎসবের আমেজের মধ্যেই চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। দীপাবলির আগেই প্লাটফর্ম টিকিটের দাম বাড়তে চলেছে।

প্লার্টফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম রেলওয়ে, কেন এই টিকিটের দাম বাড়ানো হয়েছে আসুন তা জেনে নেওয়া যাক

আজ শনিবার, প্লাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিম রেলওয়ে। তবে মনে করা হচ্ছে, উৎসবের মরশুমে এভাবে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানোর ফলে চাপ বাড়বে মধ্যবিত্তের উপর।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবের মরশুমে রেল স্টেশনগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। এই অবস্থায় যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে পশ্চিম রেলওয়ের মুম্বাই সেন্ট্রাল বিভাগের প্রধান স্টেশনগুলিতে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আর এজন্যে টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে।


Trump Tariff | ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের!
Uttar Kashi | উত্তরকাশীতে ফের হড়পা বান! নিখোঁজ অন্তত ৬০ জন! রয়েছে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা!
DA Case | 'প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে', রাজ্যের আবদেন ফিরিয়ে সাফ জানালো সুপ্রিম কোর্ট!
Odisha | থামলো ১৫ দিনের লড়াই, পুরীতে মর্মান্তিক মৃত্যু হলো অগ্নিদগ্ধ কিশোরীর
Operation Akhal | চলছে ‘অপারেশন আখাল’, তিনদিনের মাথায় নিকেশ ২ জঙ্গি, আহত ১ জওয়ান
Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!