Shafin Ahmed | প্রয়াত ব্যান্ড 'মাইলস'-এর প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আমহেদ! মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন শো করতে

Thursday, July 25 2024, 5:54 am
Shafin Ahmed | প্রয়াত ব্যান্ড 'মাইলস'-এর প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আমহেদ! মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন শো করতে
highlightKey Highlights

প্রয়াত বাংলা ব্যান্ড মাইলস-এর প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আমহেদ।


প্রয়াত বাংলা ব্র্যান্ড মাইলস-এর প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আমহেদ। বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর। শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর। মাল্টি অর্গ্যান ফেলিউরের শিকার হন শাফিন, দেওয়া হয় লাইফ সাপোর্টে, তবে শেষরক্ষা হল না।ছোট থেকেই গানের জগতেই মানুষ হয়েছেন তিনি। এরপর নয়ের দশকে ভাই হামিনকে নিয়ে মাইলস ব্যান্ড গড়ে তুলেছিলেন শাফিন। যা আজও বাংলাদেশের অন্যতম নামী রকব্যান্ড। এই ব্যান্ডের গান ‘ফিরিয়ে দাও…’ গোটা বিশ্বে আজও নতুনের মতোই জনপ্রিয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File