খেলাধুলা

Piyush Chawla | ১৯ বছরের কেরিয়ারে ইতি, সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পীযূষ চাওলা!

Piyush Chawla | ১৯ বছরের কেরিয়ারে ইতি, সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পীযূষ চাওলা!
Key Highlights

সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার পীযূষ চাওলা। ইন্সটাগ্রাম একটি পোস্ট করে চাওলা

সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার পীযূষ চাওলা। ইন্সটাগ্রাম একটি পোস্ট করে চাওলা তাঁর কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে অবসরের ঘোষণা করেন। উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ODI বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পীযূষ চাওলার। নিজের কেরিয়ারে তিনি মাত্র ৩টে টেস্ট ম্যাচ খেলে ৭টা উইকেট নিয়েছেন। ২৫টা ODI খেলে নিয়েছে ৩২টা উইকেট। ৭টা আন্তর্জাতিক টি টোয়েন্টিও খেলেছেন। মোট ১৯২টা IPL ম্যাচ খেলেছেন পীযূষ।