Bangladesh | অগ্নিগর্ভ বাংলাদেশ, এবার পিরোজপুরে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিলো দুষ্কৃতীরা!

পিরোজপুরে জেলায় পর পর অন্তত পাঁচটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা।
বিদ্বেষের আগুনে পুড়ছে গোটা বাংলাদেশ। ছাত্র নেতা উসমান হাদির মৃত্যুর পর লাগাতার হামলা চলছে সংখ্যালঘুদের উপর। এবার পিরোজপুরে জেলায় পর পর অন্তত পাঁচটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, সোমবার ভোরে ডুমরিতলা গ্রামের অন্তত পাঁচটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় একদল দুষ্কৃতী। কোনও মতে দেওয়াল ভেঙে বাড়ির বাসিন্দারা বাইরে বেরোন। কোনও হতাহত না হলেও গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অগ্নিকান্ড
