দেশ

Manual Scavenging | এবার থেকে ম্যানহোল পরিষ্কারে নামানো যাবে না মানুষকে, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Manual Scavenging | এবার থেকে ম্যানহোল পরিষ্কারে নামানো যাবে না মানুষকে, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Key Highlights

দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই ছ’টি মেট্রো শহরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

১৯৯৩ সালে ভারতে আইন করে নিষিদ্ধ করা হয় ম্যানুয়াল স্ক্যাভাঞ্জিং বা মানুষ নামিয়ে নর্দমা পরিষ্কারের কাজ। ২০২৩ সালে সুপ্রিম কোর্ট ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং সম্পূর্ণভাবে বন্ধ করতে নির্দেশ দেন। তবু কিছু জায়গায় এই প্রথা এখনও চালু আছে, প্রতিবছর মরছে মানুষ। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এই মামলার শুনানিতে বললেন আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই ছ’টি মেট্রো শহরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং পুরোপুরি বন্ধ করতে হবে।