Ayushman Bharat । আয় নির্বিশেষে ৭০ বছর এবং তার বেশি বয়সিরাও এবার থেকে পাবেন আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা
Friday, September 13 2024, 4:49 am
Key Highlightsএবার থেকে আয় নির্বিশেষে ৭০ বছর এবং তার বেশি বয়সিরা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন।
এবার থেকে আয় নির্বিশেষে ৭০ বছর এবং তার বেশি বয়সিরা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন। কেন্দ্র সরকারের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে ৭০ বছর বা তার বেশি বয়সের সকল প্রবীণ নাগরিক AB PM JAY স্কিমের সুবিধা নিতে পারেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই স্কিমের আওতায় স্বতন্ত্র কার্ড দেওয়া হবে। পরিবারের যে সব বয়স্ক নাগরিকরা ইতিমধ্যেই স্কিমের আওতায় রয়েছেন, তাঁদের অতিরিক্ত ৫ লাখ টাকা পর্যন্ত টপ আপ দেওয়া হবে।’’
- Related topics -
- দেশ
- ভারত
- প্রকল্প
- কেন্দ্রীয় সরকার

