Parvati Baul | আমেরিকায় ঢুকতে বাধা পার্বতী বাউলকে! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শিল্পীর, বাতিল কনসার্ট

প্রশাসনের বিরুদ্ধে সে দেশে প্রবেশে বাধা, ভারতে ফেরত পাঠানোর অভিযোগে সরব নামী বাউলশিল্পী পার্বতী বাউল।
শুধু বাংলা নয় আন্তর্জাতিক মহলেও সমাদৃত বাঙালি বাউলশিল্পী পার্বতী বাউল। এবার বিদেশ বিভুঁইয়ে অপ্রীতিকর পরিস্থিতির শিকার শিল্পী। ১৮ মে রবিবার মার্কিন সময় অনুযায়ী সানফ্রান্সিকোয় সন্ধ্যা ৭টায় বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের একটি ফিউশন শিল্প উপহার দেওয়ার কথা ছিল তাঁর। শিল্পীর অভিযোগ আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি তাঁকে। ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। যার জেরে কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় আমেরিকান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শিল্পী।
- Related topics -
- বিনোদন
- বাউল সাধক
- সঙ্গীতশিল্পী
- আমেরিকা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পুলিশ প্রশাসন