Partha Chatterjee | বাড়ি ফিরলেন পার্থ! ‘তোমাকে চাই’ পোস্টার হাতে ভিড় জমালেন অনুগামীরা!

২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছর তিন মাস পর জেলমুক্তি পেয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছর তিন মাস পর জেলমুক্তি পেয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোর্ট থেকে রিলিজ অর্ডার আগে এলেও, শারীরিক অসুস্থতার জন্য পার্থ ছিলেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। এদিন সেখান থেকে ছুটির খবর পাকা হতেই অনুগামীদের ভিড় বাড়তে থাকে হাসপাতালের বাইরে। সেখান থেকে নাকতলার বাড়িতে পৌঁছলেন পার্থ। হাসপাতালের বাইরে যেমন অনুগামীদের ভিড় জমে, তেমনই নাকতলায় পার্থর বাড়ির সামনেও দেখা যায় ‘তোমাকে চাই’ পোস্টার হাতে হাতে অনুগামীদের।
