Partha Chatterjee shifted to ICCU | গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএমের আইসিসিইউতে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে রাখা হল আইসিসিইউতে।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারির পর থেকে একাধিকবার জেলে অসুস্থ হয়ে পড়েন পার্থ। শারীরিক অসুস্থতার অজুহাতে একাধিকবার জামিন চাইলেও মেলেনি। আদালতের নির্দেশে জেলেই চলত রুটিন চেকআপ। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ জামিন পেলেও সিবিআইয়ের মামলার জেরে জেলেই ছিলেন পার্থ। এরই মধ্যে ২০ জানুয়ারি অসুস্থতার কারণে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।