Humayun Tomb | দিল্লিতে ভেঙে পড়লো হুমায়ুনের সৌধের একাংশ! চাপা পড়লেন অন্তত ১২-১৩ জন!

Friday, August 15 2025, 12:45 pm
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের দিন রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুনের সৌধের একাংশ।


স্বাধীনতা দিবসের দিন রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুনের সৌধের একাংশ। জানা গিয়েছে, বিকেল সাড়ে চারটা নাগাদ নিজ়ামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে থাকা একটি দরগার ছাদ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছেন অন্তত ১২ থেকে ১৩ জন। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং একাধিক পুলিশ আধিকারিক। উল্লেখ্য, দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায় অবস্থিত এই শতাব্দীপ্রাচীন হুমায়ুনের স্মৃতিসৌধ মুঘল সম্রাট হুমায়ুনের স্মৃতিতে তৈরি করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File