Rebecca Cheptegei | প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারলো প্রেমিক
Thursday, September 5 2024, 10:41 am
Key Highlightsআগুনে পুড়ে মৃত্যু প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিট রেবেকা চেপতেগেই এর।
আগুনে পুড়ে মৃত্যু প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিট রেবেকা চেপতেগেই এর। পদক জিততে পারেননি উগান্ডার প্রতিযোগী। জানা যাচ্ছে, তাঁর প্রেমিক ডিকসন এনডিয়েমা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেন। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেও জানা যায়। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন রেবেকা। তবে সেখানে থেমেছিলেন ৪৪তম স্থানে। বাড়ি উগান্ডায় হলেও তিনি থাকতেন কেনিয়াতে। মূলত অলিম্পিকের প্রস্তুতির জন্যই সেই দেশকে বেছে নিয়েছিলেন। প্যারিসের মেগা ইভেন্ট শেষে সেখানেই ফিরে এসেছিলেন।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স

