বিনোদন

Parineeti Chopra Marriage | বিয়ে নয়..যেন 'রূপকথা'! অবশেষে বিশেষ দিনের ছবি নিজেই প্রকাশ করলেন পরিণীতি! দেখুন সেলিব্রিটি দম্পতির বিয়ের অ্যালবাম!

Parineeti Chopra Marriage | বিয়ে নয়..যেন 'রূপকথা'! অবশেষে বিশেষ দিনের ছবি নিজেই প্রকাশ করলেন পরিণীতি! দেখুন সেলিব্রিটি দম্পতির বিয়ের অ্যালবাম!
Key Highlights

চার মাস পর রবিবার সাত পাঁকের বাঁধনে নিজেদের আবদ্ধ করলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। তবে সারা রাত অপেক্ষা করিয়ে সোমবার সকালে সামনে এলো পরিণীতি চোপড়ার বিয়ের ছবি।

অবশেষে চার হাত এক হলো সেলিব্রিটি জুটির! চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৪সে সেপ্টেম্বর, রবিবার সাত পাঁকের বাঁধনে বাঁধলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা (Parineeti Chopra and Raghav Chadha)। তবে সেলিব্রিটির বিয়ের ছবি প্রকাশ পেলো সোমবার সকালে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে পরিণীতি চোপড়ার বিয়ে (Parineeti Chopra Marriage) এর ছবি।

চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার আম আদমি পার্টি তথা আপের সাংসদ রাঘব চড্ডার সঙ্গে সাত পাক ঘুরেছেন পরিণীতি চোপড়া। রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার (Lake Pichola in Udaipur, Rajasthan) ধারে চার হাত এক হয়েছে সেলিব্রিটি যুগলের। সূত্রের মাধ্যমে জানা গিয়েছিলো, শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের নানা অনুষ্ঠান। রবিবার সারা দিন সমাজমাধ্যমের পাতায় পরিণীতি চোপড়ার ছবি (Parineeti Chopra  Images) ও রাঘব চড্ডার একাধিক ছবি ও ভিডিয়ো দেখে উৎসাহ আরও বেড়েছিল অনুরাগীদের।

প্রত্যেক বলিউড ওয়েডিংয়ের মতোই পরিণীতি চোপড়ার বিয়ে (Parineeti Chopra Marriage) এর ছবির জন্যও চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সন্ধে পেরিয়ে রাত গড়াতেও পরিণীতি চোপড়ার ছবি (Parineeti Chopra  Images) এর কোনো দেখা মেলে না। বেশ কিছু ফাঁস হওয়া ছবি দেখেই রবিবার মন ভরাতে হয়েছিল নেটাগরিকদের। কিন্তু এদিন, সোমবার সকালে অনুরাগীদের চমক দিয়ে পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা (Parineeti Chopra and Raghav Chadha) এর বিয়ের ছবি নিজেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করলেন বলিউড কন্যা।

রূপকথার মতো চার হাত এক করলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা (Parineeti Chopra and Raghav Chadha)। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে রাজা ও রানির মতো একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সেলিব্রিটি জুটি। পরিণীতি চোপড়ার বিয়ে (Parineeti Chopra Marriage)-তে উপস্থিত ছিলেন দম্পতির  পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও (Punjab Chief Minister Bhagwant Mann)। এছাড়াও উপস্থিত ছিলেন  হরভজন সিং (Harbhajan Singh) ও স্ত্রী গীতা বসরা (Geeta Basra) এবং সানিয়া মির্জা (Sania Mirza) এবং মনীশ মালহোত্রা-সহ (Manish Malhotra) আরও অনেকে।

উল্লেখ, বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ডিজ়াইন করা পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন বলিউড অভিনেত্রী। পরিণীতি চোপড়ার ছবি (Parineeti Chopra  Images)-তে দেখা যায়, তাঁর হাতে গোলাপি রঙের চুরি, তবে নিজে সেজেছেন সোনালি রঙে। মণীশের ডিজ়াইন করা সোনার রঙের লেহঙ্গা, গলায় পান্নার ভারী গয়না, সঙ্গে রাঘবের নাম লেখা মাথার ওড়নায় সেজেছিলেন পরিণীতি। নিজের প্রিয় মিমি দিদি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের মতোই অল্টার দিয়ে হেঁটে এসে অপরের গলায় মালা পরান রাঘব ও পরিণীতি।

লন্ডনে পড়াশোনা করার সময়েই বন্ধুত্ব হয় পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা (Parineeti Chopra and Raghav Chadha) এর। তারপর বিদেশের মাটিতেই দুই ভারতীয়র আলাপ গড়ায় প্রেমে। আর অবেশেষে তা পরিণতি। উল্লেখ্য, গত ১৩ই মে নয়াদিল্লির কপূরথলা হাউসে (Kapoorthala House in New Delhi) রাঘবের সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি। গত সপ্তাহের প্রথম দিকে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নায়িকা।

উদয়পুরে পা রাখার আগে রাজধানীতে রাঘবের বাড়িতে আয়োজন করা হয়েছিল বেশ কিছু অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে ছিল একটি ক্রিকেট ম্যাচও। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের আগে ক্রিকেটের মাঠে মুখোমুখি হয়েছিলেন চোপড়া ও চড্ডা পরিবারের সদস্যরা। দিল্লিতেই আয়োজন করা হয়েছিল সুফি গানের অনুষ্ঠানও। এখানেই বলিউড ওয়েডিং শেষ নজর,বাগ্‌দানের মতো বিয়ের অনুষ্ঠানের আগেও আরদাস ও কীর্তনের আয়োজন ছিল দুই পরিবারের তরফেই। এরপর গত শনিবার উদয়পুরের বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তার পরে গায়েহলুদ, সঙ্গীত ও মেহেন্দি। রাঘব ও পরিণীতির সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস। সঙ্গীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্টালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। জানা গিয়েছে, এরপর দিল্লি এবং মুম্বইতে দু’টি রিসেপশন হবে। যেখান রাজনীতি এবং বিনোদন জগতের ব্যক্তিত্বদের নিমন্ত্রণ জানিয়েছেন সেলিব্রিটি নব দম্পতি।


Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo