R G Kar Case | সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাননা 'তিলোত্তমা'র মা-বাবা! হাইকোর্টে শেষ শুনানি! তবে স্থগিত রায়দান
Monday, January 27 2025, 8:27 am
Key Highlightsঅভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাননা আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা ও বাবা।
অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাননা আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা ও বাবা। শিয়ালদহ আদালত সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। হাইকোর্টে সেই মামলার শুনানি শেষ হয়েছে, তবে রায়দান এখনও স্থগিত। তবে এদিন হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা বলেন, “কেন আমরা সঞ্জয়ের ফাঁসি চাইছি না, সেটা আমাদের আইনজীবী স্পষ্ট করে দেবেন। এখনও পর্যন্ত এই মামলার বিষয়ে আমাদেরকে রাজ্যের তরফে কিছুই জানানো হয়নি। সংবাদমাধ্যমের খবর দেখে এসেছি।“
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য সরকার
- ধর্ষণ
- খুন
- ক্রাইম

