আগ্রহী নন রণবীর, দাদার জীবনী চিত্রে তবে কে অভিনয় করবেন?
Friday, September 24 2021, 6:58 am
Key Highlightsলভ রঞ্জনের প্রযোজনায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর জীবনী চিত্র তৈরীর খবর প্রকাশ্যে আসতেই দাদার অনুগামীরা যথেষ্ঠ উত্তেজিত। শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর কাপুরকে দাদার চরিত্রে দেখা যাবে। কিন্তু, তিনি সঞ্জু বাদে অন্য কারোর জীবনী চিত্র করতে আগ্রহী নন। অন্যদিকে টলিউডের পরমব্রতের মুখের সাথে দাদার মুখের মিল থাকলেও প্রযোজক সর্বভারতীয় মুখ চাইছেন। এবিষয়ে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহায্য চেয়েছে প্রযোজক সংস্থা।