অন্যান্য

Planetary Parade | প্রজাতন্ত্র দিবসে সেনার প্যারেডের আগে আজ মহাকাশে গ্রহদের 'প্যারেড'! 'প্ল্যানেটরি প্যারেডে’ দেখা যাবে ৬টি গ্রহ!

Planetary Parade | প্রজাতন্ত্র দিবসে সেনার প্যারেডের আগে আজ মহাকাশে গ্রহদের 'প্যারেড'! 'প্ল্যানেটরি প্যারেডে’ দেখা যাবে ৬টি গ্রহ!
Key Highlights

আজ, শনিবার মহাকাশে দেখা যাবে গ্রহদের 'প্যারেড'! শনিবার সন্ধের আকাশে পরপর দেখা যাবে ৬টি গ্রহকে।

আজ, শনিবার মহাকাশে দেখা যাবে গ্রহদের 'প্যারেড'! শনিবার সন্ধের আকাশে পরপর দেখা যাবে ৬টি গ্রহকে। সৌরমণ্ডলের এই হাফডজন সদস্যকে একসারিতে দেখতে পাওয়া এক মহাজাগতিক বিরল অভিজ্ঞতাই বটে। ‘প্ল্যানেটরি প্যারেডে’ পর পর সারিতে দেখা যাবে বৃহস্পতি মঙ্গল শুক্র শনি নেপচুন ইউরেনাসকে। এর মধ্যে চারটি গ্রহ বৃহস্পতি মঙ্গল শুক্র শনিকে দেখা যাবে খালি চোখেই। বাকি দুই গ্রহ নেপচুন ও ইউরেনাসকে দূষণমুক্ত আকাশে দেখা যাবে খানিক হালকা অবয়বে। NASA জানিয়েছে,সবচেয়ে ভালোভাবে এই দৃশ্যটি দেখা যাবে সূর্যাস্তের ৪৫ মিনিট পরে।