দেশপ্যান্ডোরা পেপার্সকাণ্ডে ভারতীয়দের তথ্য ফাঁসের পর তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার
বছর দুয়েক আগে ইন্টারন্যাশনাল কনসোর্টিটাম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) পেগাসাস সংক্রান্ত তথ্যগুলি পেয়েছিল। সম্প্রতি পৃথিবীর প্রায় ২০০টি দেশের ধনীদের কর ফাঁকি দেওয়ার তথ্য ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে। প্যান্ডোরা পেপার্সকাণ্ডে ভারতীয়দের নাম প্রকাশ হতেই মাল্টি-এজেন্সির মাধ্যমে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (আই-টি বিভাগ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ইন্ডিয়া এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসের (CBDT) চেয়ারম্যান এই তদন্তের নেতৃত্ব দেবেন এবং পর্যবেক্ষণ করবেন।