দেশআধার-প্যান সংযুক্তিকরণ! ৩১ শে মার্চের মধ্যে সম্পন্ন না হলে দিতে হবে ১০০০ টাকা: আয়কর দপ্তর
অনেকদিন ধরেই ভারতীয় নাগরিকদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল আঁধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরনের জন্য। এই কারণে বারংবার শেষ তারিখ পরিবর্তন হলেও হুঁশ ফেরেনি অনেকেরই। ২০২১ সালের যে ফিনান্স বিল সংসদে পাশ হয়েছে তার "২৩৪ এইচ ধারা " অনুযায়ী প্রত্যেক পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) গ্রাহকদের আধার-প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক। ৩১ শে মার্চ, ২০২১-এর মধ্যে যাঁরা এই কাজ সম্পন্ন করবেন না তাঁদের লেট ফি বাবদ ১০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি আগামী ৩১ মার্চের মধ্যে প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ না সম্পন্ন হলে আগামী ১লা এপ্রিল থেকে ওই প্যান বাতিল বলে গণ্য হবে, জানিয়েছে আয়কর দপ্তর।