নিউটাউন এনকাউন্টার-কাণ্ডের ধৃতদের সঙ্গে পাক-যোগ, জেরার মুখে পঞ্জাবের পুলিশ কনস্টেবলও
Thursday, December 21 2023, 2:26 pm

গত সপ্তাহে নিউটাউন এনকাউন্টার-কাণ্ডের তদন্তে নেমে পাক যোগের তথ্য এল তদন্তকারীদের হাতে। এই কান্ডে ধৃত সুমিত কুমার ও ভরত কুমারের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল ওই দুষ্কৃতীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেরও একাধিক গ্যাংয়ের সঙ্গে চলত এই পাচারের কারবার। আটক করা হয়েছে পঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিংহকেও। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
- Related topics -
- ক্রাইম
- নিউটাউন
- পাকিস্তান
- শহর কলকাতা