Shehbaz Sharif | "ব্রহ্মস মিসাইলের হামলায় ব্যর্থ হয়েছিল পাক-রণকৌশল।"- স্বীকার শাহবাজ শরিফের

Thursday, May 29 2025, 2:14 pm
Shehbaz Sharif | "ব্রহ্মস মিসাইলের হামলায় ব্যর্থ হয়েছিল পাক-রণকৌশল।"- স্বীকার শাহবাজ শরিফের
highlightKey Highlights

ভারতের ব্রহ্মস মিসাইলে বিপর্যস্ত হয়েছিল পাক বায়ুসেনা ঘাঁটি। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দর। একথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


অপারেশন সিঁদুরের পরও কোনোরকম হামলার কথা স্বীকার করেনি পাকিস্তানের প্রশাসন। তবে এবার উলটপুরাণ। আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এদিন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বললেন ”৯ ও ১০ মের মাঝের রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতের আগ্রাসনের জবাব দেব। আমাদের সশস্ত্র সেনা ভোর সাড়ে চারটেয় ফজর প্রার্থনার শেষে ওদের শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে। কিন্তু তার আগেই ভারত ব্রহ্মস নিয়ে হামলা চালায়। পাকিস্তানের বহু প্রদেশেই আক্রমণ করে। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমান বন্দরও।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File