Amazon-Flipkart | বিক্রি করা যাবে না পাকিস্তানের জাতীয় পতাকা! Amazon, Flipkart-সহ ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ ভারত সরকারের!

Thursday, May 15 2025, 10:13 am
highlightKey Highlights

সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে নোটিস জারি করে নির্দেশ দেওয়া হয়, পাকিস্তানের জাতীয় পতাকা ভারতে বিক্রি করা যাবে না।


আমাজন, ফ্লিপকার্টকে কড়া বার্তা দিল ভারত সরকার। জারি করা হলো একাধিক নিষেধাজ্ঞাও। যা লঙ্ঘন করলে সংস্থাগুলিকে কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়। সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে নোটিস জারি করে নির্দেশ দেওয়া হয়, পাকিস্তানের জাতীয় পতাকা ভারতে বিক্রি করা যাবে না। এমনকি জাতীয় পতাকার ছবি রয়েছে এমন জিনিস যেমন জার্সি ও অন্যান্য আসবাবপত্রও বিক্রি করা যাবে না। শুধু আমাজন ও ফ্লিপকার্ট নয়, এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে ইবে, উবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কম্পানি ও দ্য ফ্ল্যাগ কর্পোরেশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File