Champions Trophy 2025 | চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় জার্সিতে থাকছে পাকিস্তানের নাম! ICCর গাইডলাইন মানলো BCCI

Wednesday, January 22 2025, 12:50 pm
highlightKey Highlights

জল্পনা, বিতর্কের অবসান! চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জার্সিতে থাকছে 'পাকিস্তান' এর নাম!


জল্পনা, বিতর্কের অবসান! চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জার্সিতে থাকছে 'পাকিস্তান' এর নাম! ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI জানালো, তাঁরা ICCর গাইডলাইন মেনেই চলবেন। BCCIর সচিব দেবজিত সাইকিয়া জানাচ্ছেন, ‘আমরা ICCর গাইডলাইনে যা বলে হয়েছে, তা অনুসরণ করব’। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির যে লোগো তৈরি করা হয়েছে তাতে পাকিস্তানের নাম থাকলেও তা ভারতীয় দলের জার্সিতে প্রিন্ট করা হবে। তবে রোহিত শর্মা পাকিসস্তানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যাবেন কিনা, তা এখনও নিশ্চিত করতে পারেনি বোর্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File