Champions Trophy | ভারতের জার্সিতে শেষমেশ যুক্ত হল পাকিস্তানের নাম! ICCর নিয়ম মেনেই চলবে BCCI!

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতের জার্সিতে যুক্ত হল আয়োজক দেশ পাকিস্তানের নাম।
আগামীকাল থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই ভারতের জার্সিতে যুক্ত হল আয়োজক দেশ পাকিস্তানের নাম। এর আগে BCCI জানিয়েছিল, ভারতের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম। কিন্তু নবনিযুক্ত BCCI সচিব দেবজিত সাইকিয়া পরে নিশ্চিত করেন যে বোর্ড আইসিসির নিয়ম মেনে চলবে। ইতিমধ্যে মরশুমের প্রথম ICC ইভেন্টের আগে, BCCI ভারতীয় দলের ফটোশুটের ছবি প্রকাশ করেছে, যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জার্সিতে পোজ দিয়েছেন।