Bangladesh-Pakistan | বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা পাকিস্তানের! ভারতকে দেওয়া হলো হুঁশিয়ারিও
বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিলো ভারতের 'চিরপ্রতিদ্বন্দ্বী' পাকিস্তান!
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে বজায় রয়েছে উদ্বেগ। এরই মাঝে বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিলো ভারতের 'চিরপ্রতিদ্বন্দ্বী' পাকিস্তান! ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাক কট্টরপন্থী ধর্মগরু বলেন, “পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের। কেউ চোখ তুলে দেখলে, উপড়ে নেওয়া হবে। হাত তুললে ভেঙে দেওয়া হবে।” পাকিস্তানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানও তোলেন তিনি। যদিও এই ঘটনা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি বলেন, “পাকিস্তানের র্যানডম রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে উস্কানি দেবেই।”
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- পাকিস্তান
- পরমাণু অস্ত্র
- ভারত