Bangladesh-Pakistan | ভারতের সঙ্গে সম্পর্কে 'চিড়', এরই মাঝে বাংলাদেশে ফের পণ্য নিয়ে আসছে পাকিস্তানি জাহাজ

Thursday, December 19 2024, 9:37 am
highlightKey Highlights

বাংলাদেশে আবার আসছে পাকিস্তানি জাহাজ। গত বারে এই জাহাজে যে পরিমাণ পণ্য বাংলাদেশে এসেছিল, এ বার তার থেকে অনেক বেশি জিনিস আসছে বলে খবর।


অশান্ত বাংলাদেশের পরিস্থিতি, সেখানে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, ভারতের  সঙ্গে সম্পর্কেও ধরেছে চিড়। তবে এসবের মাঝেই পাকিস্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক সুদৃঢ় করছে ওপার বাংলা। জানা গিয়েছে, বাংলাদেশে আবার আসছে পাকিস্তানি জাহাজ। গত বারে এই জাহাজে যে পরিমাণ পণ্য বাংলাদেশে এসেছিল, এ বার তার থেকে অনেক বেশি জিনিস আসছে বলে খবর। আগামী শুক্রবার, এই জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা। এই জাহাজটিতে ৮২৫টি কন্টেনারে পণ্য রয়েছে আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের আধিকারিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File