খেলাধুলা

PAK vs AUS | ২২ বছর পর অস্ট্রেলিয়ায় ODI সিরিজে জয় পাকিস্তানের, ১:২ ব্যবধানে পরাজিত অস্ট্রেলিয়া

PAK vs AUS | ২২ বছর পর অস্ট্রেলিয়ায় ODI সিরিজে জয় পাকিস্তানের, ১:২ ব্যবধানে পরাজিত অস্ট্রেলিয়া
Key Highlights

ব্যাট করতে নেমে পাকিস্তান ২৬.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলে ম্যাচ জিতে যায়।

২২ বছর পরে অস্ট্রেলিয়ায় ODI সিরিজে জয় পাকিস্তানের। ১:২ ব্যবধানে পরাজিত অজিরা। রবিবার পারথে টস জিতে শুরুতে বল করতে নামে পাক দল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অল আউট হয়ে যায়। তাদের ইনিংস স্থায়ী হয় ৩১.৫ ওভার। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ২৬.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হ্যারিস রউফ।