Asia Cup 2025 | এশিয়া কাপ ডু-অর-ডাই, ধুঁকতে ধুঁকতে টিকলো পাকিস্তান, ছিটকে গেলো শ্রীলঙ্কা

Wednesday, September 24 2025, 3:00 am
highlightKey Highlights

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপের এই কম স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে পাকিস্তান জিতেছে।


পাকিস্তান এবং শ্রীলঙ্কা, দুই দলই সুপার ফোরের তাঁদের প্রথম ম্যাচে হেরেছিল। আবু ধাবির জীবন মরণের ম্যাচে শ্রীলংঙ্কাকে উড়িয়ে দিলো পাকিস্তান। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। ২০ ওভারে শ্রীলঙ্কা করে ১৩৩ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন কামিন্দু মেন্ডিস। ১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে শুরুতেই ৪৫রানের পার্টনারশিপ গড়েন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। ৫ উইকেট পড়লেও শেষ অবধি পাকিস্তানকে টেনে তোলেন হুসেন তালাত ও মহম্মদ নওয়াজ। ১৮ ওভারে ১৩৮ করে জেতে পাক ছেলেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File