Jaffar Express Hostage | ৫০০ জন যাত্রীবোঝাই ট্রেনে হামলা! পণবন্দি পুলিশ-ISI আধিকারিক-সহ ১০০ জন! মৃত ৬!

চলন্ত ট্রেনে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন আধিকারিককে খুন করা হয়।
৫০০ জন যাত্রীবোঝাই ট্রেনে হামলা! পণবন্দি প্রায় ১০০ জন! সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তানে কোয়েটা থেকে খাইবার পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফার এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। হঠাৎই চলন্ত ট্রেনে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন আধিকারিককে খুন করা হয়। হামলার পর বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বিবৃতি জারি করে জানায়, কেবল পণবন্দি করে রাখা হয়েছে পাক সেনা, পুলিশ, সন্ত্রাসবিরোধী ফোর্স এবং ISIর আধিকারিকদের।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ট্রেন
- হামলা