Pakistan | ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? পাক ভূমিতে একমঞ্চে হামাস-লস্কর! কপালে ভাঁজ নয়াদিল্লির

Wednesday, January 7 2026, 1:57 pm
Pakistan | ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? পাক ভূমিতে একমঞ্চে হামাস-লস্কর! কপালে ভাঁজ নয়াদিল্লির
highlightKey Highlights

হামাসের সিনিয়র কমান্ডার নাজি জ়হির এবং লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা রশিদ আলি সান্ধুকে একই মঞ্চে দেখা গিয়েছে।


সম্প্রতি পাকিস্তানের গুজ়রানওয়ালার এক হাই প্রোফাইল বৈঠকের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে হামাসের সিনিয়র কমান্ডার নাজি জ়হির এবং লস্কর ই তৈবার শীর্ষ নেতা রশিদ আলি সান্ধু একই মঞ্চে বসে রয়েছে। প্যালেস্তিনীয় যোদ্ধা সংগঠন হামাস এবং পাকিস্তানের কুখ্যাত জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা নয়াদিল্লির নজর এড়ায়নি। উল্লেখ্য, গত বছর এমন একটি বৈঠকের পরই জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছিল। ফলে এই মিটিং আদতে ষড়যন্ত্রের ইঙ্গিত, আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File