Cousin Marriage | জিনঘটিত 'মহামারি'তে কবলিত পাকিস্তান, নেপথ্যে 'কাজিন ম্যারেজ' বা 'তুতো বিয়ে'

Wednesday, September 25 2024, 12:44 pm
Cousin Marriage | জিনঘটিত 'মহামারি'তে কবলিত পাকিস্তান, নেপথ্যে 'কাজিন ম্যারেজ' বা 'তুতো বিয়ে'
highlightKey Highlights

হঠাৎ হঠাৎই মানুষজন অসুস্থ হতে শুরু করেছে। মূলত জেনেটিক ডিসঅর্ডার বা জিনঘটিত রোগ হচ্ছে। সঙ্গে হচ্ছে ব্রেনস্ট্রোক, এইডসের মতো রোগও।


সাইলেন্ট প্যানডেমিকের কবলে পড়েছে পাকিস্তান। হঠাৎ হঠাৎই মানুষজন অসুস্থ হতে শুরু করেছে। মূলত জেনেটিক ডিসঅর্ডার বা জিনঘটিত রোগ হচ্ছে। সঙ্গে হচ্ছে ব্রেনস্ট্রোক, এইডসের মতো রোগও। বিস্তর পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, সাইলেন্ট প্যানডেমিকের কবলে পড়েছে পাকিস্তান। মানে কাজিন ম্যারেজ বা তুতো বিয়ে। বহুদিন ধরেই পাকিস্তানে নিজের পরিবারের মধ্যে বিয়ের রেওয়াজ রয়েছে। গত কয়েক দশকে সেই প্রবণতা আরও বেড়েছে। ফলে ২০২৪ সালে এসে দেখা যাচ্ছে, জেনেটিক ডিসঅর্ডার বা জিনঘটিত অসুখে দুনিয়ায় এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File