IMF | 'যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান', ইসলামাবাদকে ঋণ দেওয়া নিয়ে সাফাই দিলো IMF!

রাজনাথ সিংকে IMF সাফ জানালো, ঋণ পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান, সেকারণেই তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।
পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করার জন্য বার্তা দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছিলেন, “IMF পাকিস্তানকে অর্থসাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে। পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য করা।”এবার ইসলামাবাদকে ঋণ দেওয়া নিয়ে সাফাই দিল IMF। রাজনাথ সিংকে IMF সাফ জানালো, ঋণ পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান, সেকারণেই তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- আন্তর্জাতিক অর্থভাণ্ডার
- রাজনাথ সিংহ