Pakistan | ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক-সেনার, লাইন অফ কন্ট্রোলে গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতের
Saturday, May 3 2025, 5:47 am

পরপর ন’দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল বরাবর বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই উত্তপ্ত রয়েছে জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল। বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। শুক্রবার রাতেও সীমান্তরেখা বরাবর কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকার একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পাল্টা গুলি বর্ষণ করেন ভারতীয় সেনা। গত এক সপ্তাহ ধরেই সীমান্তরেখার উরি এবং আখনুর সেক্টর সহ, বারামুলা, পুঞ্চ, নৌশেরা ছাউনিতে বিনা প্ররোচনায় একটানা গুলি বর্ষণ করছে পাক সেনা। এই পরিস্থিতিতে উত্তপ্ত রয়েছে সীমান্ত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- পাক-সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- পাক জঙ্গি
- পাক প্রধানমন্ত্রী
- পাকিস্তান
- পাকিস্তান প্রধানমন্ত্রী