Pakistan Army | পালটা প্রত্যাঘাত করতে সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ পাক সরকারের! খাল কেঁটে 'কুমির' আনছে পাকিস্তান?
Wednesday, May 7 2025, 11:50 am

এই হামলার পরই পালটা প্রত্যাঘাত করতে সেনা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলো পাকিস্তান।
'অপারেশন সিঁদুর' এর মাধ্যমে পাক মদতপুষ্ট জঙ্গিদের পহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারতের সেনা। কিন্তু এই হামলার পরই পালটা প্রত্যাঘাত করতে সেনা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলো পাকিস্তান। পাক সরকারের তরফ থেকে সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানে হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে। এটা পাকিস্তানের অধিকার।’
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভারত
- দেশ
- অপারেশন সিঁদুর
- যুদ্ধ
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- পাক-সেনা