Shivangi Singh | "মিথ্যেবাদী" পাকিস্তান, বায়ুসেনার বন্দী মহিলা পাইলটের সঙ্গে ছবি তুলে জল্পনা ওড়ালেন রাষ্ট্রপতি

ভারতীয় বায়ুসেনার যে মহিলা পাইলটকে পাকিস্তান বন্দি করেছিল বলে দাবি করে, সেই স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিং-এর সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
অপারেশন সিঁদুরের পর পাক সেনা দাবি করেছিল, শিয়ালকোটের কাছে একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে তাঁরা। বন্দি করা হয়েছে ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিভাঙ্গি সিংকে। বুধবার আধ ঘণ্টার জন্য রাফাল যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু৷ এরপরই হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে শিভাঙ্গির সাথে হাসি হাসি মুখে ছবি তুলতে দেখা যায় রাষ্ট্রপতিকে। ফলে গোটা বিশ্বের সামনে ফের পাকিস্তানের মুখ পুড়ল। উল্লেখ্য, শিভাঙ্গি সিংই রাফাল যুদ্ধ বিমানের একমাত্র মহিলা পাইলট।
