ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৩৬ ও আহত ১০০-এরও বেশি
Wednesday, June 16 2021, 11:15 am
Key Highlightsপাকিস্তান রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার সকালে সিন্ধ প্রদেশের ঘোটকি জেলা দিয়ে যাওয়ার সময় মিললত এক্সপ্রেস হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় এবং পাশের লাইনে পড়ে যায়। ঐ একই সময় স্যর সইদ এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে মিললত এক্সপ্রেসকে ধাক্কা মারে। স্থানীয় সেনাবাহিনীরা উদ্ধারকার্য চালাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্যুইট করে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন, পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।