আন্তর্জাতিক

Kargil War | ২৫ বছর পর কার্গিল নিয়ে স্বীকারোক্তি পাকিস্তানের, যুদ্ধে ছিল পাক সেনাই

Kargil War | ২৫ বছর পর কার্গিল নিয়ে স্বীকারোক্তি পাকিস্তানের, যুদ্ধে ছিল পাক সেনাই
Key Highlights

কার্গিল যুদ্ধে ছিল পাকিস্তানি সেনাই, ২৫ বছর পর স্বীকার করল ইসলামাবাদ।

কার্গিল যুদ্ধে ছিল পাকিস্তানি সেনাই, ২৫ বছর পর স্বীকার করল ইসলামাবাদ। ৭ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিরক্ষা দিবস উপলক্ষে পাক সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে নিজের ভাষণে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে আমাদের কয়েক হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন।” এর ফলে দীর্ঘদিন ধরে দিল্লি যে দাবি করে আসছিল এবং ইসলামাবাদ যা এযাবৎকাল মানতে চায়নি কিছুতেই, সেই সত্যই প্রমাণিত হল।