India-Pakistan War | বাঙ্কারে লুকিয়ে পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ! দেশ ছেড়েছেন সেনা প্রধান আসিম মুনির: সূত্র!

সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি নাকি বাঙ্কারে লুকিয়ে পড়েছেন। এমনকি শোনা যাচ্ছে, দেশ ছেড়ে পালিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির!
যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের একাধিক শহরে হামলা পাকিস্তানের। কিন্তু সব হামলাই প্রতিহত করেছে ভারতের সেনা। বরং বায়ু, স্থল, জলপথে, ত্রিফলা পাল্টা আক্রমণ শুরু করেছে ভারত। পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারতের সেনা। আর এতেই হাঁটু কাঁপতে শুরু করে দিয়ছে পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফের। সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি নাকি বাঙ্কারে লুকিয়ে পড়েছেন। এমনকি শোনা যাচ্ছে, দেশ ছেড়ে পালিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির!