Pak High Commission | এক হাত দিয়ে গলা কেটে দেওয়ার ভঙ্গি, অন্য হাতে অভিনন্দন বর্তমানের পোস্টার! লন্ডনে পাক সামরিক অফিসারের ভিডিও নিয়ে শোরগোল!

লন্ডনের রাস্তায় নেমে পাকিস্তানের হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। সেই সময় পাকিস্তানের তরফে UKতে মোতায়েন সামরিক অফিসারের এক অঙ্গভঙ্গি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
পহেলগাঁও হামলার নিন্দায় সম্প্রতি লন্ডনের রাস্তায় নেমে পাকিস্তানের হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। সেই সময় পাকিস্তানের তরফে UKতে মোতায়েন সামরিক অফিসারের এক অঙ্গভঙ্গি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, লন্ডনে পাকিস্তানের হাইকমিশনের বিল্ডিংয়ের বারান্দা থেকে সেখানের এক সামরিক অফিসার গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করেন, তখন তার হাতে ছিল ভারতের বায়ুসেনার অফিসার অভিনন্দন বর্তমানের পোস্টার! এদিকে বর্তমানে পাকিস্তানে ভুলবশত চলে গিয়ে সেদেশে আটকে রয়েছেন এক BSF জওয়ান। তাহলে কি তাকে নিয়েই কোনও বার্তা দিতে চাইছে পাক?