PAK-BAN | আরও ঘনিষ্ঠ পাকিস্তান-বাংলাদেশ! চলতি মাসেই ওপার বাংলায় যাবেন বিদেশমন্ত্রী, তার আগেই হাজির বিদেশ সচিব!

Wednesday, April 16 2025, 1:35 pm
highlightKey Highlights

আজ বুধবারই ঢাকায় এসেছেন পাক বিদেশ সচিব আমনা বালুচ! জানা গিয়েছে, আগামীকাল বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।


হাসিনা সরকারের পতন হতেই আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চলতি মাসের শেষদিকেই ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশহাক দার। ১৫ বছর পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী বাংলাদেশে আসছেন। ফলে তুঙ্গে প্রস্তুতি চলছে সেদেশে। কিন্তু তার আগেই আজ বুধবারই ঢাকায় এসেছেন পাক বিদেশ সচিব আমনা বালুচ! জানা গিয়েছে, আগামীকাল বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। আলোচনা হবে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File