Pahalgam Attack | পহেলগাঁওয়ে জিপলাইন রাইডের সময় পর্যটকের ক্যামেরায় বন্দি জঙ্গিদের হামলা! ‘আল্লাহু আকবর’ বলা অপারেটরকে তলব!
Tuesday, April 29 2025, 8:28 am

ঋষি ভট্ট নামের এক পর্যটকের জিপলাইন রাইডে ওঠার পর সেলফি স্টিক দিয়ে করা ভিডিওতে দেখা যায়, তিনি স্লাইড শুরু করার পরই নিচে শুরু হয় জঙ্গিদের তাণ্ডব।
সম্প্রতি ভাইরাল হয়েছে পহেলগাঁও হামলা নিয়ে এক ভিডিও। ঋষি ভট্ট নামের এক পর্যটকের জিপলাইন রাইডে ওঠার পর সেলফি স্টিক দিয়ে করা ভিডিওতে দেখা যায়, তিনি স্লাইড শুরু করার পরই নিচে শুরু হয় জঙ্গিদের তাণ্ডব। জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ছেন একের পর এক পর্যটক। ভয়ে বাকিরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন। এদিকে, ওই ভিডিওতেই জিপলাইন অপারেটরকে একটি ধর্মীয় বাক্য ‘আল্লাহু আকবর’ বলতে শোনা যায়। ইতিমধ্যেই ওই তাকে তলব করেছে NIA। এর আগেও তদন্তের স্বার্থে ওই কাশ্মীরি যুবককে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- জঙ্গি
- জঙ্গি হামলা
- ভাইরাল