দেশ

Padmakar Shivalkar | ৮৪ বছরে জীবনাবসান হলো ঘরোয়া ক্রিকেটের শ্রেষ্ঠ স্পিনার পদ্মাকার শিবালকরের

Padmakar Shivalkar | ৮৪ বছরে জীবনাবসান হলো ঘরোয়া ক্রিকেটের শ্রেষ্ঠ স্পিনার পদ্মাকার শিবালকরের
Key Highlights

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার পদ্মাকার শিবালকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি স্পিনার পদ্মাকার শিবালকর ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন। ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে মুম্বইয়ের হয়ে ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৫৮৯টি উইকেট। তাঁর বাঁহাতি স্পিন দক্ষতা ও নিখুঁত নিয়ন্ত্রণ যে কোন ব্যাটসম্যানের ত্রাস ছিল। এতো ভালো খেলোয়াড় হয়েও জাতীয় দলে খেলার সুযোগ পাননি শিবালকর। বিষেণ সিং বেদির সময়কার ক্রিকেটার ছিলেন তিনি। হয়তো সেকারণেই ঢাকা পড়ে তাঁর প্রতিভা। তবে মুম্বই ক্রিকেটের ইতিহাসে জড়িয়ে আছে ‘প্যাডি স্যার’ এর নাম।