Padma Award 2025 | পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অরিজিৎ সিং-রবিচন্দ্রন অশ্বিন, পদ্মভূষণ পেলেন অজিত কুমার! অনুষ্ঠিত হল পদ্ম পুরস্কার ২০২৫!

Monday, April 28 2025, 6:12 pm
Padma Award 2025 | পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অরিজিৎ সিং-রবিচন্দ্রন অশ্বিন, পদ্মভূষণ পেলেন অজিত কুমার! অনুষ্ঠিত হল পদ্ম পুরস্কার ২০২৫!
highlightKey Highlights

দিল্লির রাষ্ট্রপতি ভবনে সোমবার পদ্ম পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হল।


দিল্লির রাষ্ট্রপতি ভবনে সোমবার পদ্ম পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মভূষণে সম্মানিত হন নন্দমুরি বালকৃষ্ণ, অজিত কুমার, শেখর কাপুর এবং শোভনা, প্রাক্তন হকি তারকা পিআর শ্রীজেশ। পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়। অন্যদিকে, অরিজিৎ সিং, রিকি কেজ, ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য ও শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File